ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপদ ভেবে স্বর্ণে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
নিরাপদ ভেবে স্বর্ণে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

বাণিজ্যযুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন, ফলে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।  

প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম তিন হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় দুই হাজার ৪৫৪ পাউন্ড) ছাড়িয়েছে।

নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত আরেকটি মুদ্রা, সুইস ফ্রাঁ, ডলারের বিপরীতে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ মানে পৌঁছেছে। এদিকে, সপ্তাহের শুরুতে যে মার্কিন সরকারি বন্ড বিক্রির প্রবণতা দেখা গিয়েছিল, তা আবারও শুরু হয়েছে।

বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিমকর্পের কর্মকর্তা অলিভিয়ে ডি'অ্যাসিয়ার কর্মকর্তা বিবিসিকে বলেন, নিরাপদ বিনিয়োগের দিকে ব্যাপক ঝোঁক... এটি বর্তমান আর্থিক বাজারের অনিশ্চয়তাকেই তুলে ধরে।

তিনি আরও বলেন, আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করছি, যেখানে বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য এমনকি সার্বভৌমত্ব নিয়েও কোনো স্থিতিশীলতা নেই। তাই স্বর্ণ, সুইস ফ্রাঁ, যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সরকারি বন্ড— এই ধরনের নিরাপদ সম্পদই এখন একমাত্র ভরসা।

স্বর্ণের মতো মূল্যবান ধাতু এমন এক নিরাপদ সম্পদ, যার মূল্য অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও স্থির থাকে বা বেড়ে যায়।

বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে এবং শুক্রবার এশিয়ার শেয়ারবাজারগুলোও নিচের দিকে নেমেছে। এমন সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের মতো বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।