ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা, অমিত শাহর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা, অমিত শাহর পদত্যাগ দাবি

কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর অতর্কিত সশস্ত্র হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে রাজপথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠন ও সাধারণ মানুষ।

পাকিস্তানকে মানচিত্র থেকে ‘মুছে ফেলার’ ঘোষণাও দিয়েছে দেশটির বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেছেন অনেকে।

ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারাও। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সবাই এই ঘটনার জন্য অত্যন্ত লজ্জিত। যারা আমাদের অতিথিদের ওপর হামলা চালিয়েছে, তারা মানবতার শত্রু। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনুন। প্রতিটি হত্যার জবাব দিতে হবে। তারা উদ্দেশ্যমূলকভাবে হিন্দুদের নিশানা করেছে। প্রধানমন্ত্রী মোদি কাউকেই ছেড়ে দেবেন না।

হামলার প্রতিবাদে উপত্যকাজুড়ে শুরু হয়েছে মোমবাতি মিছিল ও বিক্ষোভ। অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে ক্ষুব্ধ জনতা। তারা বলেন, পর্যটন মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীরা নিরীহ মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এখানে ছুটি কাটাতে আসা নিরীহ পর্যটকদের রক্তে ভিজে গেল কাশ্মীরের মাটি। আমরা অমিত শাহর পদত্যাগ চাই।

রাজনীতিক ফায়াজ আহমেদ মীর ও আসাউদ্দিনও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের অতিথিদের ওপর সশস্ত্র হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।

প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ এবং গুরুতর আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছে।

গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরে সহিংসতা হ্রাস পাওয়ায় পর্যটকদের ভিড় দেখা যাচ্ছিল। তবে এই হামলার পর অঞ্চলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনাস্থল ঘুরে দেখতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পেহেলগাঁও সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস লাইভ আপডেট

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ