ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুরুষরাই ছিল টার্গেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুরুষরাই ছিল টার্গেট

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটকদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নারী-পুরুষ আলাদা করে বিশেষকরে পুরুষদের লক্ষ্য করেই গুলি চালাচ্ছিল।

মঙ্গলবার(২৩ এপ্রিল) পহেলগামের কাছে বৈসারণ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলায় অন্তত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া পর্যটকেরা। স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক নারী জানান, তার স্বামী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, আক্রমণকারীরা স্পষ্টভাবে পুরুষদের টার্গেট করছিল। তারা নারীদের ছেড়ে দিচ্ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে কয়েকজন বন্দুকধারী নিকটবর্তী জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং গুলি ছুঁড়তে শুরু করে। কখনও একজন একজন করে, আবার কখনও একসঙ্গে ঝড়ের মতো গুলি চালাচ্ছিল তারা। নারীদের দিকে লক্ষ্য করেনি, পুরুষদেরই নিশানা করছিল।

এই নির্মম হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। তিনি সৌদি আরব সফরে থাকলেও, এই হামলার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ফোনে প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেন তিনি।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরেই ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রস্থল হলেও, সাধারণত পর্যটকদের উপর এ ধরনের হামলা বিরল ঘটনা।

সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।