ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড্ডয়নের আগে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৯৪ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
উড্ডয়নের আগে প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৯৪ আরোহী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় ২৯৪ আরোহী নিয়ে একটি বিমানে আগুন ধরে যায়। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে টারম্যাকে থাকা ডেলটা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লাগার সময় যাত্রীরা বিমানের ভেতরেই ছিলেন এবং তখন উড্ডয়নের জন্য অপেক্ষা করছিলেন। বিমানে তখন ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা জরুরি ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করে দ্রুত নিচে নেমে আসছেন। টারম্যাকে উপস্থিত কর্মীরা যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করেন।

ডেলটা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা দেওয়ার পর ফ্লাইট ক্রুরা দ্রুত যাত্রীদের সরিয়ে নেন। প্রাথমিকভাবে কী কারণে আগুন লেগেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। রক্ষণাবেক্ষণ কর্মীরা উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ