ওপিওয়েডসহ নিয়ন্ত্রিত ওষুধের লক্ষাধিক অবৈধ প্রেসক্রিপশন তৈরির অভিযোগে অভিযুক্ত ফার্মেসি চেইন ওয়ালগ্রিনস ৩৫০ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সঙ্গে গত শুক্রবার (১৮ এপ্রিল) হওয়া এই সমঝোতা অনুযায়ী, ওয়ালগ্রিনসকে কমপক্ষে ৩০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ফেডারেল আদালতে জানুয়ারিতে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছিল, ২০১২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ওয়ালগ্রিনস ইচ্ছাকৃতভাবে লাখ লাখ অবৈধ প্রেসক্রিপশন পূরণ করেছে। এর মধ্যে অতিরিক্ত মাত্রার ওপিওয়েডের প্রেসক্রিপশন এবং নির্ধারিত সময়ের অনেক আগেই ওষুধ সরবরাহ করার মতো ঘটনাও রয়েছে।
এমন সময় এই রায় এলো যখন ওয়ালগ্রিনস ক্রমাগত কমে আসা গ্রাহকসংখ্যা এবং বাজারের শেয়ার হারানোর মুখোমুখি। গত অক্টোবরেই প্রতিষ্ঠানটি দেশজুড়ে ১,২০০টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছিল। একই সময় প্রতিদ্বন্দ্বী রাইট এইড আর্থিক ক্ষতি ও ওপিওয়েড মামলার চাপে দেউলিয়া হওয়ার আবেদন করে। এমনকি ২০২৩ সালের ডিসেম্বরে সিভিএস-এর বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়ের করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
সরকারি অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওয়ালগ্রিনস অবৈধভাবে পূরণ করা বহু প্রেসক্রিপশনের জন্য মেডিকেয়ারসহ বিভিন্ন ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় অর্থ প্রদানের আবেদন করেছিল, যা ‘ফলস ক্লেইমস অ্যাক্ট’ লঙ্ঘন করে।
১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ওপিওয়েড অতিরিক্ত মাত্রায় গ্রহণের কারণে ৭ লাখেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানিয়েছে
দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
সূত্র: সিএনএন
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএম