ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬: এনডিটিভি ভারতীয় সেনাসদস্যরা ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন। ছবি: পিটিআই

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহালগামে পর্যটকদের ওপর হামলা হয়েছে। এতে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

যদিও কোনো কোনো সংবাদমাধ্যম এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা পাঁচ বলে জানিয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পাহালগামের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে গুজরাট থেকে পাহালগামে ঘুরতে যাওয়া এক পর্যটক জানান, হঠাৎ হামলা হলে ছোটাছুটি শুরু হয়। লোকজন কান্না-চিৎকার করতে থাকে।

ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারতীয় সেনাসদস্যরা ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন। আবার কিছু ভিডিওতে ভিকটিমদের বলতে শোনা যায়, হামলাকারীরা ধর্মভেদে পর্যটকদের আলাদা করছিল।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী এ ঘটনার পর তার এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের ওপর চালানো যেকোনো হামলার তুলনায় ভয়াবহ এটি।

এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার পরপরই সেখানে আহতদের হাসপাতালে নিতে সামরিক বাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়। গোটা এলাকায় অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী।

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন এবং তাকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

হামলার খবর পেয়েই অমিত শাহ দিল্লিতে তার বাসভবনে বৈঠকে বসেন। সেখানে গোয়েন্দা প্রধান তপন ডেকাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেন।

হামলার পর সেখানে অপরাধীদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে মনোজ সিনহা বলেন, পাহালগামে এই নৃশংস হামলায় জড়িতদের চরম মূল্য দিতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ