ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসলিম সেনা আলি শেখ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ভারতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে মুসলিম সেনা আলি শেখ নিহত ঝান্টু আলি শেখ

ভারতশাসিত কাশ্মীরের উধমপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মুসলিম জওয়ান নিহত হয়েছেন। তার নাম ঝান্টু আলি শেখ।

তিনি ভারতীয় সেনাবাহিনীর  হাবিলদার ছিলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদু-বসন্তগড় এলাকার লাট্টির বনাঞ্চলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন আলি শেখ।

সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া বাহিনী সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করে। এ সময় সন্ত্রাসীরা আকস্মিকভাবে গুলি চালায়। ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালানো শুরু করে। এতে গুরুতর আহত হন ৬ প্যারা স্পেশাল ফোর্সের সদস্য হাবিলদার ঝান্টু আলি শেখ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোয়াইট নাইট কর্পস’র এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, আমাদের বীর সেনা হাবিলদার ঝান্টু আলি শেখের বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। তার সাহসিকতা ও আত্মনিবেদন চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলি শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। আলির আত্মত্যাগকে সম্মান জানিয়ে তিনি বলেন, আমি শহীদ হাবিলদার ঝান্টু আলি শেখের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ জাতি কখনো ভুলবে না। এই শোকের মুহূর্তে পুরো দেশ তার পরিবারের পাশে আছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।