ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে চিরুনি অভিযান, বন্দুকযুদ্ধে প্রাণ গেল ভারতীয় সেনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
জম্মু-কাশ্মীরে চিরুনি অভিযান, বন্দুকযুদ্ধে প্রাণ গেল ভারতীয় সেনার

ভারতের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর জম্মু-কাশ্মীরজুড়ে জঙ্গি দমন অভিযান আরও তীব্র হয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে সেনা ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছে।

বৃহস্পতিবার সকালে জম্মুর উধমপুর জেলার বসন্তগড়ে গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের দু’পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর আহত হন ৬ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ান ঝন্টু আলি শেখ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভরতীয় সেনা কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু সেনারা গুলি চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষ কিছুক্ষণ ধরে চলে, তবে জঙ্গিদের সংখ্যা ঠিক কত ছিল, তা এখনও জানা যায়নি। এখন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনারা।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকে পুঞ্চ জেলার লাসানা জঙ্গলে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে সেনা। স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়ার পর সেখানে তল্লাশি শুরু হয়। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ওই জঙ্গলে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক জওয়ান আহত হন।

এছাড়া জম্মু-রাজৌরি-পুঞ্চ রুট এবং মুঘল রোডেও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার উরি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই সন্দেহভাজন জঙ্গি। তবে সেনা তা সফলভাবে প্রতিহত করে এবং দুই জঙ্গিকে হত্যা করে।

পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরজুড়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং জঙ্গি বিরোধী অভিযান আরও জোরালো করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।