ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে চলছে ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় ধাপের পরমাণু আলোচনা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ওমানে চলছে ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় ধাপের পরমাণু আলোচনা 

ওমানের রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে কারিগরি আলোচনার তৃতীয় ধাপ শুরু হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য হলো— তেহরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য একটি চুক্তির জন্য কারিগরি দিক আলোচনার রূপরেখা তৈরি করা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নীতি পরিকল্পনা বিভাগের প্রধান মাইকেল অ্যান্টন বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ও মজিদ তাখত-ই-রাভাঞ্চি।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপর্যায়ের আলোচনার আগে এই কারিগরি বৈঠকগুলো একটি শক্ত ভিত্তি তৈরি করবে, যাতে পরবর্তী ধাপে আরও ফলপ্রসূ আলোচনা সম্ভব হয়।

এর আগে গত ১৯ এপ্রিল ইতালির রোমে অবস্থিত ওমান দূতাবাসে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার এক পর্বের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ইরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনা সফল করতে হলে অপর পক্ষকে সদিচ্ছা, আন্তরিকতা ও বাস্তবতার পরিচয় দিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা ও যুক্তরাষ্ট্রের আচরণ বিবেচনা করেই ইরান প্রতিটি ধাপে নিজেদের অবস্থান ঠিক করবে।

শুক্রবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ইরানের প্রতিনিধি ইসমাইল বাঘাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তার প্রতিনিধিদল তৃতীয় দফা ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য মাসকটে এসেছেন। এই বৈঠকে মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি।

বাঘাই লেখেন, আমরা আমাদের জাতির শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে আমরা বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমাদের কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ।

তিনি আরও যোগ করেন, অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা দ্রুত ও বাস্তবসম্মত উপায়ে প্রত্যাহার করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। দেখা যাক অপর পক্ষ কতটা আন্তরিক ও বাস্তবসম্মত সমঝোতার জন্য প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।