ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের বন্দরে বিস্ফোরণে কী ইসরায়েল জড়িত? 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ইরানের বন্দরে বিস্ফোরণে কী ইসরায়েল জড়িত? 

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজগান প্রদেশের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাইয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং সাড়ে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।

যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল, ঠিক সেই সময়েই ঘটে এই বিস্ফোরণ। ফলে ঘটনাটির তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, একটি আগুন লাগার পর ‘দাহ্য পদার্থ’ (সম্ভবত রাসায়নিক) সংরক্ষিত কিছু কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়লে এই বিস্ফোরণ ঘটে।

ইরানের এক স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, শাহিদ রাজাইয়ে বন্দরের জেটি এলাকায় কয়েকটি কন্টেইনারের সংরক্ষিত বিস্ফোরকই এই দুর্ঘটনার মূল কারণ।

এক বিশ্লেষক প্রতিষ্ঠান জানিয়েছে, বিস্ফোরিত কন্টেইনারগুলিতে ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য আনা জ্বালানি সংরক্ষিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

আর এখানেই সন্দেহের তীর ইসরায়েলের দিকে মুখ ফেরাচ্ছে। কারণ এই ধরনের কাজ ইসরায়েল আগেও করেছে।   

অন্যান্য ক্ষেত্রে ইসরায়েল 'মন্তব্য না করার নীতি' পালন করলেও এক্ষেত্রে ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ইসরায়েল এই বিস্ফোরণের সাথে জড়িত নয়।

এই ঘটনার সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সাত বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে পূর্ববর্তী পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন, তার পর প্রথমবারের মতো আবার বিশ্বনেতারা আলোচনার টেবিলে বসেছেন।

ওমানে ২৬ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের তৃতীয় দফার আলোচনা হয়, যেখানে উভয় পক্ষ ‘খুব ভালো অগ্রগতির’ কথা বলেছে। কিন্তু এই অবস্থানেই ইসরায়েলের উদ্বেগ প্রবলভাবে সামনে এসেছে।

ইসরায়েল মনে করে, যদি যুক্তরাষ্ট্র কোনো রকম সমঝোতায় পৌঁছায়, তবে সেটি ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।  

কারণ তাদের ধারণা, ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করে, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিই গ্রহণযোগ্য নয়।

যদিও ইসরায়েল এই বিস্ফোরণের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

সূত্র: বিবিসি, এমএসএন, টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।