ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:২৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
কানাডায় ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, বেশ কয়েকজন নিহত

কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চলে যাওয়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।  

স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাতে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় ‘লাপু লাপু দিবস’ উপলক্ষে এক ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভাল চলছিল।

রাত ৮টার কিছু পরে সেখানে ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়ে।  

ভ্যাঙ্কুভার পুলিশের বরাত দিয়ে রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমাটি বলছে, ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী সিটিভি নিউজকে বলেছেন, তিনি উৎসবের এলাকায় একটি কালো গাড়িকে অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখেন। এরপর গাড়িটি গতি নিয়েই ভিড়ে ঢুকে পড়ে।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেছেন, ‘আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে এই ভয়াবহ ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে দুঃখিত। ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, লাপু লাপু উৎসবটি ষোড়শ শতাব্দীর একজন ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতাকে স্মরণ করে হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসএএইচ
 

বাংলাদেশ সময়: ১:২৪ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
Sayed Al Hasan Shimul
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।