সুইডেনের উপসালা শহরের ভাকসালা স্কয়ার এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
দেশটির পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি; তাদের স্বজনদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই ওই এলাকাজুড়ে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম এসভিটির প্রতিবেদনে জানানো হয়, সন্দেহভাজন একজন ব্যক্তি একটি ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের ধারণা, ওই স্কুটারেই হামলাকারী পালিয়ে যান।
পুলিশ জানায়, সাধারণ জনগণ গুলির শব্দ শোনার পর তাদের জানিয়েছিলেন। পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশের মুখপাত্র ম্যাগনাস ক্লারিন বলেন, আমরা এলাকাটি থেকে একাধিক গুলির শব্দ পাওয়ার রিপোর্ট পেয়েছি। এখন পর্যন্ত এটাই বলতে পারি। এর বাইরে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
এখনো পর্যন্ত হামলার পেছনে কোনো সুস্পষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তবে চলতি বছর ইউরোপীয় পার্লামেন্ট জানিয়েছিল, সুইডেন বর্তমানে ব্যাপকভাবে সংঘবদ্ধ গ্যাং সহিংসতার মুখোমুখি হচ্ছে। এই ঘটনাটি সেই সহিংসতারই একটি নতুন সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএম