কাশ্মীর হামলার জেরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
বুধবার এক সরকারি নোটিশে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের দাবি—এই হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে। ওই হামলায় বেশ কয়েকজন বিদেশি পর্যটক আহত হন।
ঘটনার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়। ভারত এরই মধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর জবাবে পাকিস্তানও ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ করে দেয়।
এক সপ্তাহ পর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের বাণিজ্যিক উড়োজাহাজগুলোর জন্যও নিজেদের আকাশসীমা সাময়িকভাবে নিষিদ্ধ করে দিল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
এখনো পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই আলোচনার কোনো উদ্যোগ দেখা যায়নি, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
এমএম