রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।
এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রাশিয়া অবশেষে যুদ্ধ শেষ করার কথা ভাবছে— এটি একটি ইতিবাচক সংকেত। সারা বিশ্বই বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। আর যেকোনো যুদ্ধ সত্যিকারে শেষ করতে হলে প্রথম ধাপ হলো যুদ্ধবিরতি।
তিনি বলেন, আর একটি দিনও এই হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমরা আশা করি রাশিয়া আগামীকাল, ১২ মে থেকে একটি পূর্ণ, স্থায়ী ও বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতির ঘোষণা দেবে— এবং ইউক্রেন আলোচনায় বসার জন্য প্রস্তুত।
এর আগে শনিবার রাতে ক্রেমলিন থেকে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই, ১৫ মে'র মধ্যেই এটি শুরু হওয়া উচিত।
পুতিন বলেন, আমরা সিরিয়াস আলোচনা চাই... সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে ৩০-দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন।
আরএইচ