ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

ঢাকা: থাইল্যান্ডের চিয়াংমাই এলাকায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চল প্রদেশের মুয়াং জেলার পর্যটন অঞ্চল খন কায়েনে এ দুর্ঘটনা ঘটে।



মুয়াং জেলা পুলিশের তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন নোপ্পাদল মাইনগ্যাম জানান, শনিবার দিনগত রাত ১টা ২৫ মিনিটের দিকে সুখোথাই-পিটসনালুক সড়কের ২২০-২২১ কিলোমিটার মার্কারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এরমধ্যে আহত ২৭ জনকে উদ্ধার করে পিটসানুলক শহরের ফুথাচিন্নারাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।