ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাঁতারু দল নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, অক্টোবর ১৮, ২০১৯
সাঁতারু দল নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়েছে উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কার কর্ডোভা শহরের একটি স্কুলের সাঁতারু দল নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি উড়োজাহাজ।

শুক্রবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আনালাস্কা-ডাচ হারবারের মধ্যে চলাচল করা প্যানএয়ারের ৩২৯৬ ফ্লাইটটি আলাস্কার ডাচ হারবার বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

আলাস্কা এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫.৪০ মিনিটে বেরিং সাগরের নিকটে রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি। এতে তিনজন ক্রুসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।

সাঁতারু দলের স্কুলটির সুপারিনটেন্ডেন্ট অ্যালেক্স রুশিন জানান, উড়োজাহাজে থাকা সাঁতারু দলের সবাই অক্ষত অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।