ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সূর্য কত ভয়ঙ্কর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, অক্টোবর ২৮, ২০১৯
সূর্য কত ভয়ঙ্কর! নাসার পোস্ট করা ভয়ঙ্কর সূর্য। ছবি: সংগৃহীত

আগামী ৩১ অক্টোবর হ্যালোইনের আগেই সূর্যের ভয়ঙ্কর এক ছবি পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা।

রোববার (২৭ অক্টোবর) নাসা তাদের ফেসবুক পেজে সূর্যের একটি ছবি পোস্ট করে। ছবিটি চাঁদের সুপার ব্লাড উলফ ছবির চেয়েও ভয়াবহ দেখতে।

 

নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি সূর্যের এ ছবিটি তুলেছিল ২০১৪ সালের ৮ অক্টোবর। সূর্যের অতিসক্রিয় অংশগুলো উজ্জ্বল হয়ে জ্বলছে বলে ছবিটি দেখতে অনেকটা হ্যালোইনের বিখ্যাত ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ এর মতো।  

সূর্যের বায়ুমণ্ডলে জটিল ও তীব্র কিছু চৌম্বকক্ষেত্র রয়েছে। এ কারণে এর কিছু অংশ অতিরিক্ত উজ্জ্বলভাবে জ্বলছে।  

নাসা জানায়, ১৭১ ও ১৯৩ অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি একসঙ্গে যুক্ত করে ছবিটি তৈরি করা হয়েছে। এ কারণে উজ্জ্বল সোনালি ও হলুদ রঙের তীব্রতায় হ্যালোইনের আবহ তৈরি হয়েছে।   

হ্যালোইনের ঠিক আগেই এ ছবিটি দিয়ে নাসা বলছে, ‘আমাদের তারাগুলোও হ্যালোইনের উদযাপন করে’! 

সোলার ডায়নামিক্স অবজারভেটরির কাজই হলো নিজ কক্ষপথে ঘূর্ণায়মান সূর্যকে পর্যবেক্ষণ করা।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এফএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।