যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলাসবহুল জাম্বো জেট (বোয়িং ৭৪৭-৮) উপহার দেবে কাতারের রাজপরিবার। বিমানটিকে নতুন এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প।
রোববার (১১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্টের প্রথম বড় বিদেশ সফরের প্রস্তুতি নেওয়ার সময় এই উপহারের খবর এলো। উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা এবং মার্কিন বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তির জন্য এ সফর করছেন ডোনাল্ড ট্রাম্প।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলেছে, বিমানটি তৈরিতে প্রায় ৪০০ মিলিয়ন ডলার (৩০০ মিলিয়ন পাউন্ড) খরচ হয়েছে কাতারের। ডাইনিং, বেডরুম, বোর্ডরুম, লাইব্রেরিসহ একটি বাড়ির সব ধরনের সুবিধাই আছে বিমানটিতে। তাই এর নাম দেওয়া হয়েছে ‘ফ্লাইং প্যালেস’ বা ‘উড়ন্ত প্রাসাদ’। মার্কিন সরকার কর্তৃক প্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল বিমানগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে এই ‘বোয়িং ৭৪৭-৮’ কে।
মার্কিন সূত্র বলছে, কাতার থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে বিলাসবহুল বিমানটি। এয়ার ফোর্স ওয়ান হিসেবে এতে আরও কিছু সংযোজনের কাজ চলছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তি ইনস্টল করা হবে। যে কারণে কিছুটা সময় আরও লাগতে পারে।
ট্রাম্প ফেব্রুয়ারিতে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৪৭ বিমান ঘুরে দেখেছিলেন। তার বেশ পছন্দও হয়েছিল বলে খবর। সেই সময় নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছিল, এই বিমানই সম্ভাব্য নতুন এয়ার ফোর্স ওয়ান।
তবে কিছু আইনি জটিলতার মুখেও পড়তে হতে পারে ট্রাম্পকে। কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী, বিদেশি সরকারের কাছ থেকে উপহার গ্রহণে কিছু বিধিনিষেধ আছে। রাষ্ট্রপতি বা অন্যান্য ফেডারেল কর্মকর্তারা বিদেশি সরকার থেকে কোনো উপহার বা আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন না, যদি না আমেরিকার কংগ্রেসের অনুমোদন থাকে। এই বিমানটি যদি উপহার হিসেবে গ্রহণ করা হয়, তবে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
যদিও হোয়াইট হাউস এবং বিচার বিভাগের যুক্তি, উপহারটি অসাংবিধানিক নয়; কারণ এটি কোনো ব্যক্তিকে দেওয়া হচ্ছে না। এবিসি জানিয়েছে, হোয়াইট হাউস এবং মার্কিন বিচার বিভাগ উভয়ের আইনজীবীরা প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের জন্য একটি বিশ্লেষণের খসড়া তৈরি করেছেন। যেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে, পেন্টাগনের পক্ষে বিমানটি উপহার হিসেবে গ্রহণ করা এবং তারপর এটি ট্রাম্প লাইব্রেরিতে হস্তান্তর করা বৈধ হবে।
তারা জানিয়েছে, বিমানটি ট্রাম্পের মেয়াদ শেষে ২০২৯ সালের জানুয়ারি মাসের মধ্যে লাইব্রেরি ফাউন্ডেশনে স্থানান্তরিত হবে এবং স্থানান্তরের খরচ মার্কিন বিমান বাহিনী বহন করবে।
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। রোববার (১১ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেন, ‘৪০ বছরের পুরোনো এয়ার ফোর্স ওয়ানের পরিবর্তে, সম্পূর্ণ বিনামূল্যে তারা (কাতার) আমাদের প্রতিরক্ষা বিভাগকে একটি ৭৪৭ বিমান উপহার দিচ্ছে। এটা দেখেই ডেমোক্র্যাটরা বিরক্ত। ’
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনকারী বোয়িং ৭৪৭-২০০বি মডেলের দুটি বিমান ১৯৯০-৯১ সাল থেকে ব্যবহার হচ্ছে।
এসএএইচ