ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে তেলখনিতে বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞের প্রাণহানি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, অক্টোবর ২৮, ২০১৯
চীনে তেলখনিতে বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞের প্রাণহানি 

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাংঝি প্রদেশে একটি তেলখনিতে পরীক্ষাযন্ত্রবাহী গাড়ি বিস্ফোরণে অন্তত ৫ বিশেষজ্ঞ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩ ব্যক্তি।  

সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার (২৭ অক্টোবর) প্রদেশের ইয়ানচ্যাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

স্থানীয় প্রচার বিভাগের বিবৃতিতে বলা হয়, রোববার ইয়ানচ্যাংয়ের ওই খনিপ্রকল্পে দুটি কূপের ভেদ্যতা পরীক্ষা করছিল হুনানভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। পরীক্ষানিরীক্ষা শেষে যখন বিশেষজ্ঞরা ফিরে যাচ্ছিলেন, সে সময় পরীক্ষাযন্ত্রবাহী একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ৫ জন আহত হন। এতে নিখোঁজ হন ৩ জন।  

কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এখন পর্যন্ত তা অস্পষ্ট।  

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজদের অনুসন্ধানে চলছে অভিযান। এ ঘটনায় এরই মাঝে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে খবরে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।