ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ওকলাহোমায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, নভেম্বর ১৯, ২০১৯
ওকলাহোমায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) সকালে ওকলাহোমার ডানক্যান শহরের ওয়ালমার্ট স্টোরের পার্কিং এরিয়ায় এক বন্দুকধারী হামলা চালায়।

এতে তিনজন নিহত হয়।

এক বিবৃতিতে ওকলাহোমা পুলিশ জানায়, ঘটনার পরপরই ডানক্যানের ওয়ালমার্ট স্টোরের পার্কিং এরিয়ায় থাকা একটি গাড়ির ভেতর থেকে এক নারী, এক পুরুষ এবং গাড়ির বাইরে থেকে আরেক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহত তিনজনের মধ্যে একজন ওই হামলাকারী বলে ধারণা করা হলেও এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও ওকলাহোমা পুলিশ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায়ই এ ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে। এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।