ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা টেস্টের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো ১৫ জনের!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
করোনা টেস্টের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো ১৫ জনের! ...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না সেটা টেস্ট করাতে আসছেন অসংখ্য মানুষ। এরমধ্যে করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে অপেক্ষমানদের সারি ছিল দীর্ঘ।

ফলে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে মানুষের ভোগান্তি ছিল মাত্রাহীন। আর এ টেস্ট করাতে এসেই মৃত্যু হয়েছে ১৫ জনের।

ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়। একারণে সীমান্ত এলাকায় মানুষের ভিড়। গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।

বিশ্বে ৮ কোটি ২ লাখ ছাড়িয়েছে শনাক্ত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।