ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, অক্টোবর ৮, ২০২১
আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবারের এই ঘটনায় বহু মানুষ মারা গেছেন বলে জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ‘আজ বিকেলে আমাদের শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটেছে, এর ফলে বেশ কয়েকজন শহীদ ও আহত হয়েছেন। বিশেষ বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। ’  

একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

এমএসএফ হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করে আল-জাজিরাকে বলেন, ৯০ জনের বেশি আহত রোগী হাসপাতালে এসেছে। এছাড়া অন্তত ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।