ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ডেঙ্গু আক্রান্ত মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, অক্টোবর ১৬, ২০২১
ডেঙ্গু আক্রান্ত মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে তার রক্তে প্লাটিলেটের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

শনিবার (১৬ অক্টোবর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার (১৩ অক্টোবর)  এইমসে ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে তার।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।