ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দাউ দাউ করে জ্বলছে মুম্বাইয়ের বহুতল ভবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, অক্টোবর ২২, ২০২১
দাউ দাউ করে জ্বলছে মুম্বাইয়ের বহুতল ভবন

ভারতে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুনে দাউ দাউ করে জ্বলছে ভবনটি।

৬০ তলা ভবনের ১৭ তলায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আবাসিক ওই ভবনটিতে একাধিক পরিবারের বসবাস।

শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মুম্বাইয়ের লালবাগ এলাকার ওই ভবনের ১৭ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে একজন ২০ তলার বারান্দা থেকে লাফ দিয়েছেন। আগুন নেভাতে এরইমধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে অনেকেই ওই ভবনে আটকে পড়েছেন। সেই সঙ্গে অনেক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।