ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, অক্টোবর ২৫, ২০২১
সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী আবদুল্লাহ হামদুক

সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে গৃহবন্দী করে রাখা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর সদস্যরা তার বাড়ি ঘিরে ফেলে।

 

আল হাদাথ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরা।   

এর আগে সুদানের বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে দেশটির সেনাবাহিনী। তাদের মধ্যে চারজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টাসহ অনেকেই রয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করার খবর এলো।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।