ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা সামরিক ‘অ্যাডভেঞ্চার’ ‘আত্মঘাতী’ হতে পারে: শিনজো আবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
চীনা সামরিক ‘অ্যাডভেঞ্চার’ ‘আত্মঘাতী’ হতে পারে: শিনজো আবে

প্রতিবেশীদের উস্কানি দেওয়া এবং আঞ্চলিক সম্প্রসারণ নীতি থেকে চীনকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।  

তিনি বলেনছেন, চীনের যে কোনো সামরিক অভিযান ‘আত্মঘাতী’ হতে পারে।

একটি নিরাপত্তা ফোরামে ভিডিও বার্তায় এমন কথা বলেছেন তিনি।

শিনজো আবে গত বছর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বৃহত্তম দলের প্রধান হিসেবে এখনও তিনি প্রভাবশালী।

মঙ্গলবার আবে বলেন, চীনের মতো বিশাল অর্থনীতির একটি দেশের জন্য সামরিক খাতের যে কোনো দুঃসাহসিক কাজ আত্মঘাতী হতে পারে।  

তিনি বলেন, চীনকে অবশ্যই আমাদের বলতে হবে, তারা যেন প্রতিবেশীদের উস্কানি না দেয় এবং আঞ্চলিক আধিপত্য থেকে সরে আসে। কারণ এটা তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে।

দক্ষিণ চীন সাগরের সমৃদ্ধ জলসীমার পুরোটাই নিজেদের দাবি করে চীন, যেখানে তারা কৃত্রিম দ্বীপগুলোতে সামরিক ফাঁড়ি স্থাপন করেছে।

দ্য হেগের স্থায়ী সালিশি আদালত বলেছে, চীনের দাবির কোনো আইনগত ভিত্তি নেই। তবে চীন তা মানতে অস্বীকার করেছে।

ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনামেরও সমুদ্রের কিছু অংশে দাবি রয়েছে।

পূর্ব চীন সাগরেও সীমানা নিয়ে মাঝে মধ্যেই বিরোধে জড়িয়ে পড়ে চীন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।