ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত বেড়ে ৩৭৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত বেড়ে ৩৭৫ সংগৃহীত ছবি

সুপার টাইফুনের ‘রাই’ আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইনে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন।

এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

জানা গেছে, সুপার টাইফুন ‘রাই’ গত ১৬ ডিসেম্বর দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে এসব অঞ্চলের অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্লাবিত হয় অনেক গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা।  

সুপার টাইফুনের আঘাতে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসব সবকিছুই বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে ৩ লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগকবলিত এলাকায় এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশের সঙ্গে দেশটির সামরিক বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে কয়েক হাজার সংশ্লিষ্ট সদস্য।

আরও জানা গেছে, সুপার টাইফুন রাই ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। টাইফুনে জনপ্রিয় পর্যটন স্পট বোহোল রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেই নিহত হয়েছেন ৪৯ জন। ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার মানুষ।

** সুপার টাইফুনের তাণ্ডবে ফিলিপাইনে নিহত ৭৫

খবর: বিবিসি ও দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।