ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলা: নেত্রকোনায় ৮ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হত্যা মামলা: নেত্রকোনায় ৮ জনের যাবজ্জীবন হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন

নেত্রকোনা: পরকীয়ার জেরে ধরে নেত্রকোনায় মামুন মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জেলা সদর উপজেলার দরুনবালী গ্রামে আশিক মিয়া, দরুনবালী গ্রামে সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির হাবলু, বিরাম খাঁ, রুবেল মিয়া, হুমায়ুন কবির, মৌজেবালী গ্রামের মো. ফজলুল হক ও জুয়েল মিয়া।  

আদালত সূত্রে, নেত্রকোনা সদরের দরুনবালী গ্রামে ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া রাতের খাবার শেষে পাশের চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ২০১৯ নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের ভিত্তিতে হুমায়ুন কবির হাবলু নামে একজনকে আটক করে। আটকের পরপরই মামুনকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও সাতজনকে শনাক্ত করে পুলিশ।  

এছাড়া ঘটনাস্থল থেকে পাওয়া একটি সানগ্লাসের সূত্র ধরে এ মামলার প্রধান আসামি মো. আশিক মিয়াকে শনাক্ত করে পুলিশ।  

মামলা সূত্রে আরও জানা যায়, মূলত নিহত মামুনের স্ত্রী পারভীন আক্তারের সঙ্গে আসামি আশিক মিয়ার অবৈধ সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। ঘটনার দিন ১৮ সেপ্টেম্বর ২০১৯ রাতে আশিকসহ আটজন মিলে রাস্তা থেকে ধরে নিয়ে পুকুরের পাশের একটি ধান খেতে নিয়ে মামুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ পাশের পুকুর পাড়ে ফেলে রাখেন বলে আসামিদের স্বীকারোক্তি আদালতে প্রমাণিত হয়। এবং সুরতাল প্রতিবেদন ও হাসপাতাল থেকে দেওয়া প্রতিবেদনের সঙ্গে আসামিদের স্বীকারোক্তির মিল পাওয়া যায়। এ ঘটনায় আসামিদের পক্ষে রাষ্ট্রের আনা দণ্ডবিধি ৩০২ ও ৩৪ ধারা সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।  

এদিকে আসামিদের মধ্যে সাতজন উপস্থিত থাকলেও এখনও পলাতক রয়েছেন আরেক আসামি বিরাম খাঁ।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।