ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় নলকূপের ঘরে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
পত্নীতলায় নলকূপের ঘরে পড়েছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় সুমন কুমার দাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের রামজীবনপুর এলাকার একটি নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সুমন ওই উপজেলার পলিপাড়া গ্ৰামের কালিপদ দাসের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (০১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর সঠিক কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।