ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মা-মেয়ের শরীরে আঁটা পুটলিতে ৪ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
মা-মেয়ের শরীরে আঁটা পুটলিতে ৪ কেজি গাঁজা

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদবদ্রবগুলো বাসের যাত্রী মা ও মেয়ের শরীরে আঁটা পুটলিতে সংরক্ষিত ছিল।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুবলাগাড়ি এলাকা থেকে গাঁজা জব্দ ও বুলবুলি বেগম (৪৭) ও তার মেয়ে মীম আক্তারকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

বুলবুলি বেগম কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গাজের কুটি গ্রামের শাহ আলমের স্ত্রী বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বুলবুলি ও মীমের কাছে থাকা পুটলিতে চার কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি বলেন, দুই কেজি করে চার কেজি গাঁজা তারা পাটের পুটলিতে মুড়িয়ে লাল রংয়ের পলিথিনের সঙ্গে বিশেষ কায়দায় নিজেদের শরীরে আটকে রেখেছিলেন। প্রথমে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।