ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা মনোনীত করা হয়।

সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সমপাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবনের নয়তলায় সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৯ সালের পর টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। সংসদে দলটির এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদ উপনেতার পদে আসীন ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১১ সেপ্টেম্বরও একাদশ জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান। সাজেদ চৌধুরী স্থলে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা মনোনীত করলো আওয়ামী লীগ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন৷ এরপর এ প্রস্তাবে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

আওয়ামী লীগের সংসদীয় দলের এ সিদ্ধান্ত অনুযায়ী সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম স্পিকারকে জানানো হবে। এরপর সংসদ সচিবালয় থেকে দুই/এক দিনের মধ্যে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩/আপডেট: ২৩২৫ ঘণ্টা
এসকে/এমজেএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।