ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
রংপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

রংপুর: পুলিশি বাধার মুখে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করলে তারা পুলিশি বাধার মুখে পড়ে।

পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম কমানো, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।