জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় কুসুম সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটার জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।
নিহত জাহিদ হাসান ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ইশাহাক মোল্লার ছেলে।
কুসুম সুইটসের ম্যানেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, রোববার সকালে তন্দুর রুটির কারিগর নাসিমের সঙ্গে পরোটা তৈরির কারিগর শাহিনের বাকবিতণ্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলন দিয়ে আঘাত করেন। পরে আবারও জাহিদকে তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত জাহিদকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে জাহিদের মৃত্যু হয়।
কুসুম সুইটসের স্বত্বাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভালো ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। রোববার সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানায় বিষয়টি জানালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক ফোন কেটে দিলেও জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা জয়পুরহাটে এলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসআরএস