ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে সৎ মায়ের বিরুদ্ধে শিশুসন্তান খুনের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
হাজারীবাগে সৎ মায়ের বিরুদ্ধে শিশুসন্তান খুনের অভিযোগ

ঢাকা: রাজধানীর পশ্চিম ধানমন্ডির শংকরে সৎ মায়ের হাতে সাইম বাবু (৮) নামে এক শিশু খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সৎ মা রেশমা খাতুনকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।  

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল আজাদ বলেন,  দুপুরে সংবাদ পেয়ে শংকরের ওই বাসায় যাই এবং শিশুটির মরদেহ উদ্ধার করি। এসময় সৎ মা রেশমাকে আটক করা হয়।

এসআই জানান, সাইমের মায়ের আগেই মৃত্যু হয়েছে। পরে সাইমের বাবা মাহবুবুল রেশমাকে দ্বিতীয় বিয়ে করে। আজকে সৎ মা রেশমা বালিশচাপা দিয়ে সাইমকে হত্যা করে এরকম অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।