ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত পলাশের সহকর্মী মো. সাইফুল ইসলাম জানান, পলাশের বাসা যাত্রাবাড়ি কাজলা স্কুল গলিতে। তারা যাত্রাবাড়ি ছামাদনগর এলাকায় সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রি।

তিনি আরও জানান, রাতে কাজ শেষ করে পলাশসহ চার সহকর্মী বাসায় ফিরছিলেন। কাজলা ব্রিজের ওপরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি গাড়ির  সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন পলাশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারে নাই সহকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।