ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে ৮৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বনানীতে ৮৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ মো. শামীম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

বুধবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বলেন, গোপন সংবাদ পাই, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে মহাখালীর দিকে আসছেন। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সামনে অবস্থান নেয়।  সেখানে পৌঁছালে ডিবি পুলিশ ট্রাকটি থামায়। এরপর ট্রাক তল্লাশি করে ৮৬ কেজি গাঁজাসহ শামীমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীমের বিরুদ্ধে বনানী থানায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কমিশনার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।