ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পাসপোর্টধারী যাত্রীর পেটে মিলল ৫ স্বর্ণের বার 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বেনাপোলে পাসপোর্টধারী যাত্রীর পেটে মিলল ৫ স্বর্ণের বার 

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৫টি স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারি (৩৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।  

সোমবার (৬ মার্চ) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

 

আটক পাসপোর্টধারী যাত্রী হলেন মুন্সিগঞ্জ জেলার আব্দুল লতিফ ব্যাপারির ছেলে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহেদী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এসময় ইমিগ্রেশনের মধ্যে এক পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতরে স্বর্ণ থাকার কথা জানান তিনি।  

পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার পেটে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ টাকা। পরে আটক ব্যক্তির নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।