ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের চার কোচ-দুই ইঞ্জিন নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
মেট্রোরেলের চার কোচ-দুই ইঞ্জিন নিয়ে  বিদেশি জাহাজ মোংলায়

বাগেরহাট: মেট্রোরেলের চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রাম্প।  

রোববার (১২ মার্চ) বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প।

এর আগে ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাসের পরপরই নদী পথে লাইটার জাহাজে করে ঢাকায় পাঠানো হবে। এরপর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে এসব পণ্য।  

মো. ওয়াহিদুজ্জামান আরও বলেন, এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজেমেট্রোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও ইঞ্জিন এসেছে। মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি রেলওয়ে কোচ। এবার চারটি রেলওয়ে কোচ ও দুটি ইঞ্জিন আসার মধ্য দিয়ে শেষ হলো মেট্রোরেলের ৬ষ্ঠ লাইনের শেষ চালানের পণ্যের আমদানি। মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হয়ে আসছে।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।