ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৪১ রোগী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
চাঁদপুরে ১৪১ রোগী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চাঁদপুর: চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

চেক বিতরণের আগে ডিসি কামরুল হাসান তার বক্তব্যে বলেন, যাচাই-বাছাই করতে গেলে আমরা সবদিক বিবেচনা করেই করে থাকি। অনেকেই এমন এমন জায়গায় চিকিৎসা নিচ্ছেন যেসব স্থানের নাম তেমন একটা শোনা যায় না। আপনারা চিন্তা করেন যে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা তেমন ভালো না। আসলে তা সঠিক নয়। সরকারি হাসপাতালে এখন অনেক ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরামর্শ থাকবে আপনারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না। আমাদের চেষ্টা থাকতে হবে যেন সঠিক জায়গা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া।  
 
তিনি আরও বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে ২০১৩-১৪ অর্থবছর থেকে প্রধানমন্ত্রী এ কার্যক্রম শুরু হয়। দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন। আমরা সবাই তার জন্যে দোয়া করবো।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।