ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়কে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
বগুড়ায় সড়কে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার তিষীগাড়ী নামক স্থানে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার হওয়া ওই ব্যক্তি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাথা ও পা থেতলে যায়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি ও পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহটি বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

পরিচয় না পাওয়া গেলে মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।