ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
ভাঙ্গায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আবুল কালাম নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুলিয়া কহিনুরের ইট ভাটা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সিরাজ, হাচান ও এসআই মনির ও আ. হক পুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগেও ১০০ ইয়াবা ট্যাবলেটসহ ভাঙ্গা থানা পুলিশ তাকে আটক করেছিল। পরে জামিনে এসে সে আত্মগোপনে চলে যায়। এরপর তার অনুপস্থিতে আদালত তাকে ৫ বছরের সাজা দেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আসামিকে ধরার চেষ্টা করা হয়েছিল। পরে মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালামকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।