ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।
 
মঙ্গলবার (১৬ মে) জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে যুগিরহাট বাজারের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ফাহিমা ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।  

ঘটনার পর শিক্ষক ও তার সহপাঠীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

স্থানীয় পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ জানান, আহত অবস্থায় এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার চোখের ওপরে অনেকাংশ কেটে গেছে, সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে।  

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলোর ত্রুটি ছিল। কর্তৃপক্ষকে বলার পরও তারা মেরামত করেনি। যদি সঠিক সময়ে পাখাটি মেরামত করা হতো, তাহলে এ দুর্ঘটনা ঘটতো না।  

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ। ভবনের ছাদ দুর্বল হয়ে পড়ায় বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে পাখার হুকগুলোও দুর্বল হয়ে পড়ে। এ কারণে ফ্যান খুলে পড়ার মতো দুর্ঘটনা ঘটেছে।  

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।