ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমান সরকারের সময়েই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বর্তমান সরকারের সময়েই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

ঢাকা: বর্তমান সরকারের সময়েই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ মে) রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৩ এ রংধনু গ্রুপের মালিকানাধীন গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের তোমার চোখে বিশ্ব দেখি প্রতিপাদ্যে গ্রীন টিভির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, রাষ্ট্র পরিচালনার জন্য গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। তার সরকারের সময়ে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। সরকার গণমাধ্যমকে কোনোরকম নিয়ন্ত্রণ করে না।

প্রতিবেশী কয়েকটি দেশের গণমাধ্যমের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ওইসব দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিবিসির একটি ঘটনায় দেখেছেন, ভারতীয় গণমাধ্যম কিভাবে কাজ করে। সিঙ্গাপুরে ৪টি গণমাধ্যম ছিল, এখন তা বেড়ে ৫টি হয়েছে। তাও সরকার নিয়ন্ত্রিত। অনেকে থাইল্যান্ড এবং মালেশিয়ায় গণমাধ্যমকে স্বাধীন বলে মনে করেন। কিন্তু সেখানে আরও বেশি নিয়ন্ত্রণ করা হয়। চরিত্র হরণ করে এই দুই দেশে খবর প্রকাশের দায়ে গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে।

হাছান মাহমুদ গ্রিন টিভির পরিচালকদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তারা বলেছেন, গ্রিন টিভি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে বাংলাদেশকে স্বপ্নের পথে নিয়ে যাবে। আমি আশা করব, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার সঙ্গে সঙ্গে গ্রীন টিভি আবহমান বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে আমাদের সরকারের হাত ধরে বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয়। গ্রিন টিভি সম্প্রচারের মাধ্যমে দেশে ৩৯টি টেলিভিশন সম্প্রচার শুরু করল। আমরা ৪৬টি টেলিভিশনের লাইসেন্স দিয়েছি। গত সোয়া ১৪ বছরে দেশের গণমাধ্যমের গাণিতিক প্রবৃদ্ধি হয়েছে। আগে ৪’শ ৫০টি দৈনিক পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হতো। এখন সেখানে ১২৫০টি। আমরা কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছি ২৪টি।  

এসময় তিনি গ্রিন টিভি যাত্রা শুরু করায় এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, গ্রীন টিভির পরিচালক আমীর হেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
ইএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।