ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মসজিদের পাশে আমগাছে ঝুলছিল তাবলীগে আসা যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ২১, ২০২৩
মসজিদের পাশে আমগাছে  ঝুলছিল তাবলীগে আসা যুবকের মরদেহ প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মসজিদের পাশের আমগাছ থেকে তাবলীগ জামাতের সঙ্গে আসা এক যুবকের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মসজিদের পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের নাম মাহাদী হাসান (২৭)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে তিনি।  

গত দুদিন ধরে তাবলীগ জমাতের সঙ্গে ওই মসজিদে অবস্থান করছিলেন ওই যুবক ।

মাহাদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার সফরসঙ্গী ও স্থানীয়দের। তবে মাহাদী আত্মহত্যা করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (১৮ মে) মাহাদীসহ তাবলীগ জামাতের ১৪ জনের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় মানুষদের দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন।  

রোববার ভোর রাতের দিকে মাহাদীর ঝুলন্ত দেহ মসজিদের পাশে একটি আম গাছে দেখতে পায় সফরসঙ্গীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়।  

যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল।  

তিনি বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মোবাইল ফোনে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের বাবা জানিয়েছে তার ছেলের কিছুট মানসিক সমস্যা ছিল।

 বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।