ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষার মান উন্নয়নে পার্বত্য জেলায় মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
শিক্ষার মান উন্নয়নে পার্বত্য জেলায় মতবিনিময় সভা

খাগড়াছড়ি: ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য জেলাসমূহের প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম।  

সভায় পার্বত্য তিন জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ পার্বত্য জেলা সমূহে প্রাথমিক শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।