ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষকের ১০ লাখ টাকার গাছ কাটল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
কৃষকের ১০ লাখ টাকার গাছ কাটল দুর্বৃত্তরা

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় রাতের অন্ধকারে সোহাগ শিকদার নামে এক কৃষকের ১০ লাখ টাকার পেঁপে ও কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাতে উপজেলার টেংরাখালী গ্রামের সোহাগ শিকদারের কলাবাগান ও পেঁপে বাগানে এ ধ্বংসযজ্ঞ চালান দুর্বৃত্তরা।

সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত সোহাগ শিকদার বলেন, আমার ৩ একর (সরকারি খাস জমি) জায়গার ১ হাজার ৫০০ কলাগাছ ও  ২০০ পেঁপে গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। তারা অপরিপক্ব কলা ও পেপেও কেটে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা কেটেছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা বাবুল আকতার বলেন, খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।