ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরীক্ষা পেছানোর দাবিতে সড়ক অবরোধ, ৯ শিক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
পরীক্ষা পেছানোর দাবিতে সড়ক অবরোধ, ৯ শিক্ষার্থী আটক

ঢাকা: আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থেকে ৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ আগস্ট) বিকালে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানা সূত্র বাংলানিউজকে জানায়,  জিঙ্গাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। তাদের অভিভাবকদের আসতে বলা হয়েছে। তারপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অবরোধরের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়। দাবিগুলো হলো: ৫০ মার্কের পরীক্ষা নেওয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা পরে নেওয়া এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্ট বাদ দেওয়া।

শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা ০৭ আগস্ট ২০২৩
এসকেবি/ এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।