ঢাকা, সোমবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৩

মেহেরপুর: মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ সভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই নেতাকে এবং মুজিবনগর থেকে থানা পুলিশ আরেক নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন, জয় খান ও আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে। তারা ওই হোটেলে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি মুজিবনগরে। রোববার (৬ এপ্রিল) দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের সভাকক্ষে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বাংলানিউজকে জানান, আজ দুপুরে গ্রেপ্তারদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।