ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক টানেই উঠলো ৪০ লাখ টাকার ইলিশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এক টানেই উঠলো ৪০ লাখ টাকার ইলিশ!

পটুয়াখালী: বঙ্গোপসাগর থেকে মাছ ধরা শেষে প্রায় ৪০ লাখ টাকার ৯৬ মণ ইলিশ নিয়ে জেলার কলাপাড়ার মহিপুর ঘাটে ফিরেছে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার।  

নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রলারটির মালিক মিজান মাঝি (৪৫)।

বর্তমানে এই ইলিশের বাজার মূল্য পেয়েছেন প্রায় ৪০ লাখ টাকা।  

সোমবার (১৪ আগস্ট) বিকেলে ইলিশ বোঝাই ট্রলার মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিশ আড়তের ঘাটে নোঙর করে। পরে এসব মাছ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী।

জানা যায়, এফবি ভাই ভাই নামে একটি ট্রলার নিয়ে ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশে মাছ ধরতে যান মিজান মাঝি (৪৫)। মিজান নিজেই ট্রলারের মালিক। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে মেলেনি কোনো মাছ। পরে গতকাল পায়রা বন্দরের শেষ বয়ার দিকে সাগরে জাল ফেলার পর এক টানেই ধরা পড়ে ৯৬ মণ ইলিশ।

মিজান মাঝি বলেন, নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে গিয়ে এই প্রথম এত মাছ পেয়েছি। এর আগে এত মাছ কখনো পাইনি। ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকে ধারদেনা জর্জরিত হয়ে পড়েছি। মাছ বিক্রির টাকায় পূর্বের ধার দেনা শোধ করবো। আজকে একবারে এত মাছ পেয়ে আমি অনেক আনন্দিত।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি ফজলু গাজী জানান, নোয়াখালীর মিজান মাঝির জালে এ মৌসুমের সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছে না। অনেক জেলের সাগরে যাওয়া আসার বাজার খরচও হচ্ছে না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বর্তমানে ইলিশের মৌসুম চলছে। শুধু মিজান নয় আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সব জেলের জালেই ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।