ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় ফের আগুন, পুড়লো ১২ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, আগস্ট ১৭, ২০২৩
দীঘিনালায় ফের আগুন, পুড়লো ১২ প্রতিষ্ঠান

খাগড়াছড়ি: মাত্র তিন মাসের ব্যবধানে খাগড়াছড়ি দীঘিনালা বাস টার্মিনাল বাজারে আবারো আগুনে লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাজারের একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে ১২টি দোকান পুড়ে গেছে বলে জানতে পেরেছি।

এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস টার্মিনাল বাজারে আগুন লেগে ৬০টি দোকান পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।